ডায়াবেটিস রোগীরা কি মেডিসিনাল মধু খেতে পারবে? কেন আমাদের মেডিসিনাল মধু খাওয়া উচিত

তাই মানব দেহের জন্য অত্তান্ত জরুরি হচ্ছে এই মধু ,আমাদের পূর্ব পুরুষ তারও পূর্ব পুরুষরা অত্তান্ত গুরুত্তের সাথে মধু ব্যাবহার করে এসেছে , তাই আজকের এই আধুনিক যুগেও মধুর গুরুত্ব এতটুকু কমেনি, আসলে মধু সর্বগুণ সম্পন্ন এমন এক নেয়ামথ যা বলে শেষ করা যাবেনা

মেডিসিনাল নারিকেল তেল কিভাবে ব্যবহার করবেন

সব নারিকেল তেলই ওষুধি বা মেডিসিন্যাল নয়। শুধু অর্গানিক, র, আনফিল্টার্ড, এক্সট্রাভার্জিন এবং সেন্ট্রিফিউজাল পদ্ধতিতে উৎপাদিত নারিকেল তেলকে বলা হয় মেডিসিন্যাল বা ওষুধিগুণসমৃদ্ধ তেল। সেন্ট্রিফিউজাল পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে উৎপাদিত নারিকেল তেলকে মেডিসিন্যাল বলা যাবে না। সেগুলো অর্গানিক হতে পারে কিন্তু মেডিসিন্যাল নয়।